চবিতে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ১৪২৯ পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে বৈশাখী শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। শোভাযাত্রাটি ক্যাম্পাসের স্মরণ চত্বর (জিরো পয়েন্ট) থেকে শুরু হয়ে মিনারে গিয়ে শেষ হয়।

এছাড়া দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন খেলার আয়োজন করা হয়। মুক্ত মঞ্চ প্রাঙ্গণে আয়োজিত উন্মুক্ত বলী খেলা, জারুলতলায় আয়োজিত উন্মুক্ত মোরগ লড়াইয়ে বিভিন্ন বিভাগের ছাত্ররা অংশগ্রহণ করেন। ছাত্রীদে জন্য চাকসু ভবনের সামনে আয়োজিত হয় হল ভিত্তিক বউচি খেলা।
অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

এর আগে দুপুর বারোটায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এসময় উপস্থিত সকলের উদ্দেশ্য শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।
উপাচার্য বলেন, বাংলা নববর্ষ বাঙালির চিরায়ত প্রাণের উৎসব। এ উৎসবে সকল ধর্ম-বর্ণ-গোত্রের মানুষ ভেদাভেদ ভুলে মিলেমিশে একাকার হয়ে যায়। সম্প্রীতির অটুট বন্ধন অধিকতর সুদৃঢ় করে বাঙালির এ প্রাণের উৎসব।

তিনি আরো বলেন, দেশীয় কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য বাঙালির মূল প্রাণস্পন্দন। বাংলা নববর্ষের এ দিনে অতীতের সকল জীর্ণতা, ক্লান্তি, জঞ্জাল দূরীভূত হয়ে সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ-শান্তি ও সমৃদ্ধি।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কলেজ পরিদর্শক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, -শিক্ষার্থীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য নেওয়া বন্ধ।