চবিতে নিরাপত্তা কর্মকর্তারই নিরাপত্তা নেই, মার খেলেন প্রধান প্রকৌশলীও

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রধান প্রকৌশলী সৈয়দ জাহাঙ্গীর ফজল ও নিরাপত্তা কর্মকর্তা শেখ মোহাম্মদ আব্দুর রাজ্জাককে মারধরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাজু মুন্সীর বিরুদ্ধে।

সোমবার (২৮ আগস্ট) ভিন্ন ভিন্ন সময় এসব ঘটনা ঘটে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা বিচার ও নিরাপত্তা চেয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। নিরাপত্তা কর্মকর্তা শেখ মোহাম্মদ আব্দুর রাজ্জাক ভিন্ন ভিন্ন দুইটি অভিযোগ দিয়েছেন। এছাড়াও এর প্রতিবাদে সকাল ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ, পানি ও গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন রাখেন প্রকৌশল দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা।

রেজিস্ট্রার বরাবর প্রকৌশল দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের দেয়া অভিযোগপত্রে বলা হয়, সোমবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কাটা পাহাড় সড়কে রাজু মুন্সির নেতৃত্বে কতিপয় ছাত্র প্রধান প্রকৌশলী জাহাঙ্গীর ফজলের ওপর আক্রমণ করে। একইদিন প্রশাসনিক ভবনের সামনে ২য় বার তার শরীরে আঘাত করে। নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করে। এছাড়াও প্রধান প্রকৌশলীর কার্যালয়ে গিয়ে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে।

অভিযোগপত্রে আরও বলা হয়, গত বুধবার (২৩ আগস্ট) ২য় কলা ও মানববিদ্যা অনুষদের রাস্তা ও ড্রেনের কাজ পরিদর্শন কালে প্রধান প্রকৌশলী ও সংশ্লিষ্ট প্রকৌশলীদের অকথ্য ভাষায় আক্রমাত্মক ভঙ্গিতে গালিগালাজ করে। যার ফলে প্রকৌশল দপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীর মারাত্মক নিরাপত্তাহীনতা ও ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে। এ বিষয়ে কোন প্রতিকারও ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত প্রকৌশল দপ্তরের যাবতীয় কার্যক্রম থেকে আমরা বিরত থাকবো।

এ বিষয়ে প্রধান প্রকৌশলী জাহাঙ্গীর ফজল বলেন, ‘কাটা পাহাড়-এলাকা পরিদর্শনকালে রাজু মুন্সি তার দলবল নিয়ে আমার দিকে ধেয়ে আসে আমাকে কিল-ঘুষি মারে এবং পরবর্তী সময়ে রেজিস্ট্রার অফিসের সামনেও অসংখ্য লোকের সামনে আমাকে মারতে ধেয়ে আসে। উপস্থিত লোকজন না থাকলে আমার প্রাণনাশের আশঙ্কা ছিল।’

তিনি বলেন, ‘আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। ক্যাম্পাসে মান-সম্মান নিয়ে চলা দায়। তাদের নানা দাবি-দাওয়া থাকে। তিনি দুই দিন আগেও একটি প্রকল্পের কাজ বন্ধ করে দেন। আমি বিষয়টা প্রক্টরকে অবহিত করেছিলাম।’

অপরদিকে চবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ মোহাম্মদ আবদুর রাজ্জাক বলেন, “রাজু মুন্সি সকালে আমার অফিসে এসে এক প্রহরীকে বলে আমি যেন তার জন্য ১০ হাজার টাকা রেডি রাখি। ৩০ মিনিট পরে এসে সে বলে, ‘এখান থেকে বেরিয়ে যা, নাহলে তোকে মারব।’ সে উত্তেজিত হয়ে গেলে আমি সেখান থেকে প্রক্টর অফিসে এসে বিষয়টি জানাই।”

তিনি আরও বলেন, ‘পরে প্রশাসনিক ভবনের সামনে আসলে সে আমাকে বলে আমি এখনও এখানে কেন আছি? একপর্যায়ে সে আমাকে ধাক্কা দেয়। আমি বিষয়টি উপাচার্য ও রেজিস্ট্রারকে জানিয়েছি।’

জানতে চাইলে অভিযুক্ত শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাজু মুন্সি বলেন, আমার সামনেই প্রধান প্রকৌশলী ঘুষের টাকা নিয়েছে। নিয়োগ সংক্রান্ত নানা অভিযোগ আছে নিরাপত্তা কর্মকর্তার বিরুদ্ধে। তারা ঘুষ গ্রহণ ও নিয়োগ সংক্রান্ত নানা অনিয়মে জড়িত। এছাড়া টেন্ডারও তার নিয়ন্ত্রণে। আমি এসব নিয়ে প্রতিবাদ করায় আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। কারণ আমার প্রতিবাদের ভাষা একটু বাজে।

তিনি আরও বলেন, তারা অভিযোগ দিয়েছে, আমার নামে আরও অভিযোগ হবে। এগুলো নিয়ে কোনো সমস্যা নাই।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নুর আহমদ এসব বিষয়ে বলেন, উপাচার্য আমাকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বলেছেন। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।

প্রসঙ্গত, অভিযুক্ত ছাত্রলীগ নেতা রাজু মুন্সির বিরুদ্ধে এর আগেও বিভিন্ন সময় চাঁদাবাজি, শিক্ষককে হুমকিসহ নানা অভিযোগ রয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।