চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলাকার একটি বাসা থেকে মোশারফ হোসেন মুরাদ (৪২) এক প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৭ অক্টোবর) দক্ষিণ ক্যাম্পাসের নীপবন স্কুল সংলগ্ন বেলা ১১ টার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাইফুল রহমান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসে নিপাবন স্কুলের পিছনে একটি বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত আবুল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।
জানা গেছে, মোশারফ হোসেন নোয়াখালী জেলার সোনাইমুড়ির থানার আবুল হোসেনের ছেলে। তিনি গত ১৪ অক্টোবর সৌদি আরব থেকে বাংলাদেশে আসেন। আবুল হোসেন সকালে ছেলে-মেয়েকে স্কুলেও দিয়ে এসেছিলেন।
মন্তব্য নেওয়া বন্ধ।