চবিতে ফের সংঘর্ষ

রাতের ঘটনার জের ধরে ফের সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের বগিভিত্তিক দুই উপ-গ্রুপ সিএফসি (চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার) ও সিক্সটি নাইনের অনুসারীরা। বৃহস্পতিবার (১ জুন) দুপুরে দ্বিতীয় দফায় সংঘর্ষে জড়ায় তারা।

জানা গেছে, বুধবার (৩১ মে) রাত সোয়া ১০টার দিকে ঢাকা হোটেলে খাবার খেতে গিয়ে দুই পক্ষের দুই কর্মীর মধ্যে বাকবিতণ্ডা হয়। এ ঘটনার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

এ সময় সিএফসির কর্মীরা শাহ আমানত হল ও সিক্সটি নাইনের কর্মীরা শাহজালাল হলের সামনে অবাস্থান নেন। দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

প্রায় দেড় ঘন্টা সংঘর্ষের পর রাত পৌনে বারোটার দিকে প্রক্টরিয়াল বডি ও পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও দুই পক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করতে থাকে। এর জেরেই বৃহস্পতিবার দুপুর একটার দিকে দুই গ্রুপের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলমান রয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়জুড়ে চাপা উত্তেজনা বিরাজ করছে।

রাতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আহসানুল কবীর বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছি।

মন্তব্য নেওয়া বন্ধ।