চবিতে মাটি খুঁড়তেই বেরিয়ে এলো বিপুল পরিমাণ রাম-দা, কিরিচ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মাটির নিচ থেকে রাম দা, কিরিচ, চাপাতিসহ অন্তত ৩০ টি বিভিন্ন রকম পরিত্যক্ত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে এফ রহমান ও আলাওল হলের মাঝামাঝি খালি জায়গা থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

জানা গেছে, এফ রহমান হল ও আলাওল হলের মাঝামাঝি খালি জায়গায় শ্রমিকরা পানির লাইনের কাজ করতে করতে গিয়ে মাটির নিচে অস্ত্রগুলো দেখতে পান। পরে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানানো হলে প্রক্টরিয়াল বডি এসে অস্ত্রগুলো উদ্ধার করেন। উদ্ধারের পর অস্ত্রগুলোকে হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা গিয়ে অস্ত্রগুলো উদ্ধার করেছি। এরপর হাটহাজারী থানা পুলিশের কাছে অস্ত্রগুলো হস্তান্তর করেছি।

মন্তব্য নেওয়া বন্ধ।