চবিতে রমজানেও চলবে ক্লাস

রমজান মাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ক্লাস কার্যক্রম বন্ধ হচ্ছে না। ১ম রমজান থেকে ১৩ এপ্রিল পর্যন্ত সব ধরণের ক্লাস কার্যক্রম চালু থাকবে। এছাড়াও শবে কদর ও ইদুল ফিতরের বন্ধের আগ পর্যন্ত চালু থাকবে বিশ্ববিদ্যালয়ের সকল অফিস।

রোববার (২৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এস.এম. আকবর হোছাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম রমজান থেকে ১৩ এপ্রিল পর্যন্ত সকাল নয়টা থেকে শুরু হয়ে বিকাল ৩ টা পর্যন্ত চলবে ক্লাস। তবে এসময় দুপুর সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, প্রথম রমজান থেকে শবে কদর ও ইদুল ফিতরের বন্ধের আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল অফিস চালু থাকবে। এক্ষেত্রেও দুপুর সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত থাকবে যোহরের নামাজের বিরতি।

এমএফ

মন্তব্য নেওয়া বন্ধ।