চবিতে সাংবাদিকের মুখে কাপড় পেঁচিয়ে হামলার ঘটনায় মামলা

আন্দোলনে সংবাদ পরিবেশন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক পূর্বদেশ ও চট্টগ্রাম খবর পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি শাহরিয়াজ মোহাম্মদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া মামলায় ১০-১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) ভুক্তভোগী সাংবাদিক বাদি হয়ে হাটহাজারী থানায় এ মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন—আইন বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী খালেদ মাসুদ, বাংলা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী আকিব জাভেদ, অর্থনীতি বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী এম, ফয়সাল প্রকাশ ফয়সাল সরকার, সমাজতত্ত্ব বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী হাসান মাহমুদ, ইতিহাস বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী সৌরভ ভূঁইয়া, আইন বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী ইয়াছিন আরফাত, সমাজতত্ত্ব বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী তানভির আলম তুষার, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মামুন মিয়া, ইতিহাস বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও অনুপ সরকার আকাশ, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ও মাহিন রুবেল ও অর্থনীতি বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী ইসহাক আলম ফরহাদ।

এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করা হয়। তারা প্রত্যেকেই শাখা ছাত্রলীগের বিভিন্ন উপ-গ্রুপের নেতাকর্মী।

চবিতে সাংবাদিকের মুখে কাপড় পেঁচিয়ে হামলার ঘটনায় মামলা 1
ছবি: কোটা আন্দোলনের সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেইট এলাকা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই রাত পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে পেশাগত দায়িত্ব পালনকালে মারধরের শিকার হন ভুক্তভোগী ওই সাংবাদিক। এ সময় হামলাকারীরা পেছন দিকে এসে প্রথমে মুখে ও মাথায় কাপড় পেঁচিয়ে দেয়। পরে তারা ভুক্তভোগী সাংবাদিককে উপর্যুপরি মারধর করে বলে ভুক্তভোগী ওই সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীরা জানায়। এর পর ঘটনাস্থলে থাকা অন্যান্য সাংবাদিকরা আহত অবস্থায় শাহ রিয়াজকে উদ্ধার করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে চিকিৎসা করান।

চবিতে সাংবাদিকের মুখে কাপড় পেঁচিয়ে হামলার ঘটনায় মামলা 2
ছবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

ভুক্তভোগী সাংবাদিক শাহরিয়াজ মোহাম্মদ বলেন, দেশের বিরাজমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন হল বন্ধ ঘোষণা করার পরও ছাত্রলীগের নেতাকর্মীরা হলে অবস্থান করছিল। এ বিষয়ে খোঁজ খবর নিয়ে সংবাদ প্রকাশের প্রস্তুতি নিচ্ছিলাম। সে কারণে তারা ক্ষিপ্ত হয়ে আমার ওপর হামলা করে। তারা পেছন পেছন দিক থেকে এসে মাথায় ও মুখে কাপড় পেঁচিয়ে আমাকে মারধর করেছে। এ ঘটনায় আমি হাটহাজারী থানায় একটি মামলা দায়ের করেছি। আমার সাথে ঘটে যাওয়া এ ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. নুরুল আলম বলেন, মামলাটি কোর্টে প্রেরণ করা হয়েছে। নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে মামলার তদন্ত হবে।

আরও পড়ুন
চবি ছাত্রলীগ সভাপতির ৪ অনুসারীর বিরুদ্ধে সাংবাদিক হেনস্তার অভিযোগ
ক্যাম্পাসে সাংবাদিক হেনস্তা—বিচারের দাবিতে চবিসাসের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি
৩ দিনের মধ্যে সাংবাদিক হেনস্তায় বিচার না হলে আন্দোলনে যাবে চবিসাস

মন্তব্য নেওয়া বন্ধ।