চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের (আইইআর) ৪র্থ ব্যাচের শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী উৎসব অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী বর্ণিল আয়োজনে দিনটিকে স্বরণীয় করে রাখতে নানা আয়োজন করেন ইন্সটিটিউটের শিক্ষার্থীরা
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. গোলাম মহিউদ্দিন।
সরজমিনে দেখা গেছে, এরপর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ফ্ল্যাশমব। অর্ধশত শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত ফ্ল্যাশমব নজর কাড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। ফ্ল্যাশমব শেষে আইইআর প্রাঙ্গণ থেকে একটি র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। হরেক রকমের রঙের বাহার র্যালিকে দেয় পূর্ণতা।
বিকেলে অনুষ্ঠিত হয় মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান। ইন্সটিটিউটের শিক্ষার্থীদের নিজস্ব ব্যান্ড আইইআর প্রথমে সুরের মূর্ছনা ছড়ায়। এরপর স্টেজে আসে বিশ্ববিদ্যালয়ের ব্যান্ড সরলা। তারপর আকাশে উড়ানো হয় ফানুস। সব শেষে ইন্সটিটিউটের শিক্ষার্থীদের সাথে আড্ডা ও স্মৃতিচারণ করেন বিদায়ী শিক্ষার্থীরা।
বিদায়ী শিক্ষার্থী রবিউল হোসাইন গোথি বলেন, দেখতে দেখতে কখন এতো বছর কেটে গেলো বুঝতেই পারলাম না। মনে হচ্ছে এইতো সেদিন ইন্সটিটিউটে নবীন শিক্ষার্থী হিসেবে এসেছিলাম। ইন্সটিটিউটের শিক্ষার্থী হিসেবে সারাজীবন গর্ববোধ করবো। এই ইন্সটিটিউট আমাকে পূর্ণতা দিয়েছে।
আরেক শিক্ষার্থী তাহসিন চৌধুরী বলেন, সামনে নতুন চ্যালেঞ্জ। বিশ্ববিদ্যালয়ে এসে যা শিখেছি তা কাজে লাগাতে হবে। বিদায় নিচ্ছি ঠিকই তবে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্মৃতি হয়ে থাকবে।
মন্তব্য নেওয়া বন্ধ।