চবির ইসলামের ইতিহাস বিভাগের সুবর্ণজয়ন্তীতে ফুটসাল টুর্নামেন্ট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে ফুটসাল টুর্নামেন্ট ২০২৩। বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের এ আয়োজনে সহযোগী ছিল আইএইসসি ক্লাব।

শুক্রবার (৫ মে) দিনব্যাপী চট্টগ্রাম শহরস্থ ভেলোসিটি এরিনায় দিনব্যাপী ছিল আয়োজন। টুর্নামেন্টে বিভাগের ১১ টি ব্যাচ অংশ নেয়। সেখানে চ্যাম্পিয়ন হয় ৪৩ তম ব্যাচ এবং রানার্সআপ হয় ৪৫ তম ব্যাচ।

এদিন টুর্নামেন্ট বিভাগের সাবেক-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়। সবার মধ্যে ছিল উচ্ছ্বাস আর আনন্দ।

শিক্ষার্থীদের এ উচ্ছ্বাসে শামিল হন শিক্ষকরাও। এদিন আয়োজনে অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের সাবেক ডিন ও বিভাগের অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী, অধ্যাপক ড. মুহাম্মদ সাখাওয়াত হুসাইন, সৈয়দ মো. তৌহিদুল ইসলাম, মোজাম্মেল হক ও তাসনুভা রহমান।

উল্লেখ্য, ইসলামের ইতিহাস ও সস্কৃতি বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্যতম ঐতিহ্যবাহী একটি বিভাগ। বিভাগের সুবর্ণজয়ন্তীর প্রথম পদক্ষেপ হিসেবে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। পরবর্তীতে আরও বড় পরিসরে সুবর্ণজয়ন্তী উৎসব হওয়ার কথা রয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।