চবির ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিজ্ঞান, জীববিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে এ ফল প্রকাশ করা হয়। ভর্তিচ্ছুরা ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটের (admission.cu.ac.bd) মাধ্যমে ফলাফল দেখতে পারবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজেও মোট ৩ টি অংশে ভাগ করে ফলাফল প্রকাশ করা হয়েছে।

এদিন বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অফিসের একটি অফিসিয়াল প্যাডে  ফলাফল প্রকাশ করা হয়। এতে বলা হয়, ১৩ মার্চ ২০২৫  তারিখে অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের A-ইউনিট ১ম বর্ষ বি.এসসি. (সম্মান)/ বি.ফাম/বি.এসসি, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা (সেশন: ২০২৪-২০২৫) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি পরীক্ষার ফলাফলের প্রাপ্ত স্কোরের ভিত্তিতে রোল নাম্বারের ক্রম অনুসারে প্রস্তুতকৃত ফলাফল প্রকাশিত হলো।

এই প্যাডে A-ইউনিট ভর্তি পরীক্ষা কমিটির কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিনপ্রফেসর ড. মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী, জয়েন্ট কো-অর্ডিনেটর বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া ও মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শাহাদাত হোসেন ডিন এতে স্বাক্ষর করেন।

প্রসঙ্গত, গত শনিবার (১ মার্চ) তিন বিভাগীয় শহরে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।  ইউনিটটির অধীনে রয়েছে চারটি অনুষদ। এগুলো হলো, বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ। এ চার অনুষদে মোট আসন রয়েছে ১ হাজার ১২৩টি। আবেদন করেছেন ১ লাখ ৯ হাজার ৮১ জন শিক্ষার্থী।

মন্তব্য নেওয়া বন্ধ।