চবির চকরিয়া-পেকুয়া ছাত্র ফোরামের ইফতার মাহফিল সম্পন্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চকরিয়া-পেকুয়া ছাত্র ফোরামের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৩ এপ্রিল) নগরীর জিইসির মোড়স্থ হোটেল জামান এন্ড রেস্টুরেন্টে সংগঠনটির দশম কার্যকরী পরিষদের অধীনে মাহফিলটি আয়োজিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের বর্তমান সভাপতি এ.এম জোশাদ। ফোরামের সাধারণ সম্পাদক ইমরান হাসান শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহ-সভাপতি, ভুগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আব্দুল হক।

এসময় অধ্যাপক আব্দুল হক বলেন, চকরিয়া-পেকুয়ার ছেলে-মেয়েরা শিক্ষা দীক্ষায় এগিয়ে যাক, দেশের সর্বোচ্চ পর্যায়ে তাদের অবস্থান তৈরি করুক। এছাড়াও তিনি নতুন কমিটির জন্য শুভকামনা জানান এবং সবসময় ফোরামের পাশে থাকবেন বলে আশ্বাস প্রদান সহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ছিলেন ড.লায়ন মো. সানাউল্লাহ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক জাহেদুর রহমান চৌধুরী, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের এজিএম আরিফ আহমেদ, অতিরিক্ত মহানগর দায়রা জজ জসিম উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মাসুদ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক সোহানা আক্তার মিনা, সিনিয়র সহকারী জজ ইব্রাহিম খলিল, সিনিয়র সহকারী জজ মুজিবুর রহমান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন জুনাইদ ও ফোরামের সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএফ

মন্তব্য নেওয়া বন্ধ।