চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রীদের আবাসিক শেখ হাসিনা হলে ঢুকে ভিডিও করার সময় বহিরাগত এক যুবককে আটক করেছে প্রক্টরিয়াল বডি। আটককৃত ওই যুবকের নাম আব্দুর রহিম। শনিবার (২ নভেম্বর) দুপুর ২টার দিকে শেখ হাসিনা হলের দ্বিতীয় তলা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আব্দুর রহিম নোয়াখালী জেলার বাসিন্দা ও স্থানীয় একটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র । এ সময় তার কাছ থেকে ৯টি সীম পাওয়া গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, শেখ হাসিনা হলের প্রহরী বৈদ্যুতিক মোটরের সুইস অন করতে গেলে সেই সুযোগে হলের ভেতরে মধ্যে প্রবেশ করে অভিযুক্ত আব্দুর রহিম। পরে হলের দ্বিতীয় তলায় উঠে বুক পকেটে থাকা ক্যামেরা অন করে ভিডিও করতে থাকে সে। এ সময় হলের কয়েকজন ছাত্রীর সন্দেহ হলে তাকে জিজ্ঞেসবাদ করলে ভিডিও করার বিষয়টি সামনে আসে। পরে হলের ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে খবর দিলে তারা হলে এসে বহিরাগত ওই যুবককে আটক করে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃত যুবক মূলত টিকটকার। বিশ্ববিদ্যালয়ে ঘুরতে এসে অতি উৎসাহী হয়ে ভিডিও করতে করতে সে ছাত্রী হলে ঢুকে পড়েছিলো। তবে তার কাছে সন্দেহজনক তেমন কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানায়, আটককৃত যুবকের অভিভাবককে খবর দেওয়া হয়েছে। তারা আসলে তাকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হবে।
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নূরুল হামিদ কানন বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের হলে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। আমরা খবর পেয়ে তৎক্ষনাৎ হলে গিয়ে বহিরাগত এক যুবককে আটক করি। এ ঘটনা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও ইমেজের জন্য হুমকিস্বরূপ। আমরা তার অভিভাবককে খবর দিয়েছি। তাকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হবে।
মন্তব্য নেওয়া বন্ধ।