চবির প্রশাসনিক ভবনে তালা মেরে অবরোধ প্ল্যাকার্ড ঝুলিয়ে দিলো ছাত্রদল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রশাসনিক ভবনে তালা দিয়েছে শাখা ছাত্রদল। অবরোধ কর্মসূচির অংশ হিসেবে এটি করেছে বলে জানিয়েছে সংগঠনটি। সোমবার (১৩ নভেম্বর) ভোররাতে প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা দেয় তারা। এসময় তালার সঙ্গে ‘অবরোধ’ লেখা সংবলিত প্ল্যাকার্ডও ঝোলানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শাখা ছাত্রদলের সভাপতি মো. আলাউদ্দিন মহসিন।

আলাউদ্দিন মহসিন বলেন, দেশ বাঁচানো, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া এবং গণতান্ত্রিক বাংলাদেশের জন্য সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জনগণকে সাথে নিয়ে বিএনপির শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালন করেছি। অবরোধ কর্মসূচির অংশ হিসেবে আমরা প্রশাসনিক ভবনে তালা দিয়েছি। আমরা মনে করি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারের বিরুদ্ধে সব ধরনের নিপীড়ন প্রতিহত করতে প্রস্তুত। আমরা শিগগির সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে আন্দোলন করব।

এদিকে এ ঘটনার পর প্রশাসনিক ভবনে নিরাপত্তার দায়িত্বে থাকা শাহাদাত ও সাইদুর নামে দুই প্রহরীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তর কর্তৃপক্ষ। নিরাপত্তা দপ্তরের প্রধান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ মোহাম্মদ আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত ৩টা বেজে ২০ মিনিটের দিকে দুইজন লোক এসে প্রশাসনিক ভবনের গেইটে তালা লাগিয়ে দেয়। এ ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে দুইজন প্রহরীকে শোকজ করেছি। আগামী ৩ কার্যদিবসের মধ্যে তাদের শোকদের জবাব দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।