চবির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল খুলছে ৮ আগস্ট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল আগামী ৮ আগস্ট খুলে দেওয়া হবে। ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনে হলটি খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

রোববার (৩০ জুলাই) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৩৫তম সিনেট সভায় সিনেট সদস্য ড. মোহাম্মদ ওমর ফারুকের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

উপাচার্য বলেন, আগামী ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনে তার নামে নির্মিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল খুলে দেওয়া হবে। ৮ আগস্টের পর থেকে এ হলে ছাত্রীদের আসন বরাদ্দ দেয়া হবে।

প্রসঙ্গত, ২০২১ সালের ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে উদ্বোধন করা হয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল। উদ্বোধনের প্রায় ২ বছর হয়ে গেলেও এখন এখন পর্যন্ত চালু হয়নি এ হলটি।

মন্তব্য নেওয়া বন্ধ।