চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে নেয়ার পরিকল্পনা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রোববার (১০ ডিসেম্বর) বিষয়টি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ।
তিনি বলেন, বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়ার বিষয়ে আমরা আরও আগেই পরিকল্পনা নিয়েছিলাম। তবে এখনও তা চুড়ান্ত হয়নি। পরবর্তী মিটিংয়ে এ নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
তিনি আরও বলেন, তবে প্রথমে হয়তো আমরা সব বিভাগে নিতে পারব না। প্রথমবার আমরা কয়েকটি বিভাগে নেব। তবে কোন কোন বিভাগে নেয়া হবে সেটা মিটিংয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
মন্তব্য নেওয়া বন্ধ।