চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের হাত বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৩১ মে) দুপুর ২টার দিকে চৌধুরীহাট স্টেশনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভোক্তভোগী যুবকের নাম পরিচয় জানা যায়নি।
সোহানোর রহমান নামে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী জানান, ওই লোক বিশ্ববিদ্যালয় স্টেশন থেকেই ট্রেনে উঠেন। ট্রেন চৌধুরীহাট স্টেশনে থামলে তিনি নেমে যান। এরপরে তিনি বগিতে না উঠে দুই বগির সংযোগস্থলের যে জায়গা ওখানে ওঠার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে ট্রেন ছেড়ে দেয়। ট্রেন ছেড়ে দেয়ার ফলে তিনি ব্যালেন্স হারিয়ে নিচে পড়ে যান। এসময় ট্রেনে কাটা পড়ে তার বাম হাত কনুই পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে যায়।
পরবর্তীতে আহত ওই যুবককে স্থানীয় ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহায়তায় ফতেয়াবাদ ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে।
মন্তব্য নেওয়া বন্ধ।