চবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বহুমাত্রিক শিক্ষা ভাবনা তৈরি, আলোচনা এবং পলিসি তৈরির নানা ইস্যুতে যৌক্তিক ভাবনা সৃষ্টি করতে শিক্ষা দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে (আইইআর) অনুষ্ঠিত হয়েছে “আইইআরডিসি আন্তঃব্যাচ শিক্ষা বিতর্ক-২০২৩”। আইইআর ডিবেটিং ক্লাবের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় টিম প্রনোদিত।

বুধবার ( ১১ অক্টোবর) বিতর্ক প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণ করা হয়। চ্যাম্পিয়ন দল প্রনোদিতার হয়ে বিতর্ক করেন ইন্সটিটিউটের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী তানভীন কায়েস, আইয়ুব আলী, বাপ্পী হাসান। রানার্সআপ দল নিধিশিখার বিতার্কিকরা হলেন- তাহসিনা রহমান, তানিয়া আক্তার মাহি, মো. তুষার। টুর্নামেন্টে ডিবেটার অফ দ্যা ট্যুর্নামেন্ট (ডিওটি) নির্বাচিত হন তাহসিনা রহমান। চ্যাম্পিয়ন ও বিজিত দলের হাতে পুরুষ্কার তুলে দেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. গোলাম মহিউদ্দিন।

ড. গোলাম মহিউদ্দিন বলেন, বিতর্ক চর্চা শিক্ষার্থীদের মুক্ত চিন্তার প্রসারে ভূমিকা রাখে। শিক্ষা দিবস উপলক্ষে আইইআর ডিবেটিং ক্লাবের এমন উদ্যোগ প্রশংসনীয়।আমাদের ইন্সটিটিউটের অনেক শিক্ষার্থী বিতার্কিক হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কেও প্রতিনিধিত্ব করছে যা আমাদের জন্য গৌরবের।

পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইইআর ডিবেটিং ক্লাবের সভাপতি আরিফ শাহরিয়ার, বিতর্ক সেক্রেটারি সাফিউজ্জামান সাফি এবং অন্যান্য ব্যাচের বিতার্কিকরা।

মন্তব্য নেওয়া বন্ধ।