চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রাক্তন অধ্যাপক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম.ইমদাদুল হক আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।
রোববার (৩ সেপ্টেম্বর) বিকেল চারটায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়েও অধ্যাপনা করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের বর্তমান সভাপতি ও চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান সিদ্দিকী।
তিনি বলেন, আমরা পরিবারের মাধ্যমে জানতে পেরেছি তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। রাজনীতি বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে আমরা শোকাহত।
মন্তব্য নেওয়া বন্ধ।