চবির সিন্ডিকেটে ডিনদের প্রতিনিধি চেয়ে চিঠি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সিন্ডিকেটে দীর্ঘদিন শূন্য থাকা ডিনদের প্রতিনিধি পদে নির্বাচনের জন্য উপাচার্যকে অনুরোধ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ।

এ নিয়ে বুধবার (১২ অক্টোবর) উপাচার্য বরাবর চিঠি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিনরা। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বরাবর দেওয়া এ চিঠিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন- ১৯৭৩ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের কার্যনির্বাহী পর্ষদ সিন্ডিকেটের শিক্ষক প্রতিনিধি ক্যাটাগরীতে ডিনদের প্রতিনিধি অন্যতম, যা শূন্য রয়েছে। বিশ্ববিদ্যালয় পরিচালনায় সিন্ডিকেটের সিদ্ধান্তসমূহ প্রতিনিধিত্বশীল রাখার নিমিত্তে এই পদ পূরণ করা অপরিহার্য। অতএব সিন্ডিকেটে ডিন থেকে প্রতিনিধি নির্বাচনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি।

উপাচার্য বরারবর পাঠানো ওই চিঠিতে স্বাক্ষর করেন- কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুল হক, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নাসিম হাসান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মো. হেলাল উদ্দিন নিজামী, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুক, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তৌহিদ হোসেন, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. রাশেদ মোস্তফা এবং মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।

এ বিষয়ে সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সিদ্ধান্তগুলোতে সবার অংশগ্রহণ প্রয়োজন। অথচ দীর্ঘদিন চবির সিন্ডিকেটে ৮টি পদ শূন্য রয়েছে। কোনও নির্বাচিত শিক্ষক প্রতিনিধি না থাকায় কতৃপক্ষের সিদ্ধান্তগুলো প্রতিনিধিত্বশীল হচ্ছে না। তাই আমরা ডিনদের পক্ষ থেকে প্রতিনিধি নির্বাচনের জন্য উপাচার্য বরাবর চিঠি দিয়েছি।

প্রসঙ্গত, চবিতে ডিন ক্যাটাগরিতে সর্বশেষ সিন্ডিকেট সদস্য নির্বাচিত করা হয়েছিল ২০১২ সালে। এরপর গত ১০ বছরেও অনুষ্ঠিত হয়নি ডিনদেন এ সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন।

মন্তব্য নেওয়া বন্ধ।