চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হলে ডিজিটাল নামফলক স্থাপন করা হয়েছে। যা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহের মধ্যে প্রথম।
রোববার (৩০ জুলাই) এটি স্থাপন করা হয় হলের সৌন্দর্য বর্ধনে ও হলে অবস্থানরত শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এটি স্থাপন করা হয়েছে হলে জানিয়েছেন হলটির প্রভোস্ট ড. শিপক কৃষ্ণ দেবনাথ।
এ বিষয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল হলে একটি ডিজিটাল নামফলক স্থাপন করার জন্য। সোহরাওয়ার্দী হলে আগে বড় কোনো নামফলক ছিল না। তাই পথচারীরা সহজে হলটি চিনতে পারে না। এসব বিষয় বিবেচনা করে ডিজিটাল নামফলকটি স্থাপন করেছি। এড়ি হলের সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।
মন্তব্য নেওয়া বন্ধ।