চবির ৪৯তম ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল ও খাদ্য বিতরণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৪৯ তম ব্যাচের উদ্যোগে পথশিশু ও রিক্সাচালকদের মাঝে খাদ্য বিতরণ ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

বুধবার (১৩ এপ্রিল) বিকেলে ৪৯ তম ব্যাচের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় এলাকায় এই কর্মসূচি পালন করেন।

ইফতার বিতরণের পর একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় শিক্ষার্থীরা আগামীতে দেশ ও জনগণের জন্য কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন।

ইফতার মাহফিলে ২০১৩-১৪ সেশনের প্রায় ১০০ শিক্ষার্থী উপস্থিতি ছিলেন। ইফতার মাহফিলে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য দোয়া করা হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।