চবি উপাচার্যের সাথে বাগবিতণ্ডায় জড়ানো শিক্ষার্থীদের ক্ষমা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য দফতরে সংস্কৃত বিভাগের শিক্ষক কুশল বরণ চক্রবর্তীর পদোন্নতি বোর্ড বাতিলের দাবিতে উপাচার্যের সাথে বাকবিতণ্ডায় জড়ানো শিক্ষার্থীদের ক্ষমা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জানা গেছে, গত ৪ জুলাই ইসলামী ছাত্র শিবির ও ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা উপাচার্যের নিজ দফতরে অধ্যাপক ড. ইয়াহ্ইয়ার সাথে বাকবিতন্ডায় জড়ান।

রোববার (৬ জুলাই) এক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন বিষয়টি জানান। তিনি জানান, উপাচার্যের কার্যালয়ে বাগবিতণ্ডায় জড়ানো সেই শিক্ষার্থীরা দুঃখ প্রকাশ করেছে। ফলে তাদের ক্ষমা করে দিয়েছে প্রশাসন ও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে এমন ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে। প্রয়োজনে ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখতে নতুন নির্দেশনাও জারি করা হতে পারে।

এর আগে, গত শুক্রবার ( ৪ জুলাই) সংস্কৃত বিভাগের শিক্ষক কুশল বরণ চক্রবর্তীর বোর্ড বাতিলের দাবিতে হট্টগোল ও বাকবিতন্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ঘিরে ক্যাম্পাসে ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতারের দিকে এক শিক্ষার্থী আঙুল উচিয়ে বলছে ‘আপনি নিজ যোগ্যতায় বসেননি (উপাচার্য পদে), আপনাকে আমরা বসিয়েছি, আপনি আমাদের কথা শুনতে বাধ্য।’ পরে শিক্ষার্থীদের তোপের মুখেই পদোন্নতি বোর্ড বাতিল করতে বাধ্য হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মন্তব্য নেওয়া বন্ধ।