চবি ছাত্রলীগের উপগ্রুপ বিজয়ের অন্ত কোন্দলে হল ভাঙচুর

আহত দুই ছাত্রলীগ কর্মী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের উপগ্রুপ বিজয়ের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিজেদের গ্রুপের অঅভ্যন্তরীণ কোন্দল নিয়ে ঘটনার সূত্রপাত বলে জানা গেছে। এর আগেও গতকাল মঙ্গলবার (২২ মার্চ) গ্রুপটির কর্মীরা নিজেদের মধ্যে বিবাদে জড়ায়।

বুধবার (২৩ মার্চ) দুপুর একটায় সংঘর্ষের সুত্রপাত হয়। এসময় সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট কক্ষসহ বেশ কয়েকটি প্রশাসনিক কক্ষ ভাঙচুর করা হয়েছে।

এঘটনায় দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলেন সোহরাওয়ার্দী হলের করিম উদ্দিন ও এ এফ রহমান হলের আবদুর রহমান।

জানা গেছে, আলাওল ও এফ রহমান হল থেকে ২০-২৫ জন বিজয়কর্মী সোহরাওয়ার্দী হলে এসে অতর্কিত হামলা চালায়। এসময় সোহরাওয়ার্দী হলের বেশ কয়েকটি প্রশাসনিক কক্ষ ভাঙচুর করা হয়। এ ঘটনার পর দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এসময় এক পক্ষ সোহরাওয়ার্দী হল ও অপর পক্ষ কেন্দ্রীয় মসজিদের সামনে অবস্থান নেয়। এক পর্যায়ে তাদের মধ্যে কিছুক্ষণ ঢিল ছোড়াছুড়ি হয়। পরবর্তীতে বিজয় গ্রুপের সিনিয়র নেতা ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিজয় গ্রুপের নেতা মোহাম্মদ ইলিয়াস বলেন, গতকালের জুনিয়র কর্মীদের ঝামেলা হয়েছিল। তারা আবারো ঝামেলায় জড়িয়েছে আজ। বিষয়টি সমাধান করা হয়েছে। আশা করি আর কোনো ঝামেলা হবে না।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, গতকালের ঘটনা নিয়ে বিজয় গ্রুপের ছেলেরা আজকে আবার ঝামেলায় জড়িয়েছিল। আমরা তাদের থামাতে সক্ষম হয়েছি। সিসিটিভি ফুটেজ দেখে হল ভাঙচুরে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য নেওয়া বন্ধ।