চবি ছাত্রলীগের উপগ্রুপ বিজয়ের নিজেদের মধ্যে উত্তেজনা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের উপগ্রুপ বিজয়ের কর্মীদের নিজেদের মধ্যে উত্তেজনার ঘটনা ঘটেছে।

জুনিয়র কর্মীদের মধ্যে কথা কাটাকাটির জেরে এ উত্তেজনার সূত্রপাত হয় হলে জানা গেছে।

মঙ্গলবার (২২ মার্চ) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের সামনে ঘটনার সূত্রপাত হয়।

জানা গেছে, বিজয় কর্মীরা আলাওল হল ও এফ রহমান হল থেকে মিছিল নিয়ে বের হয়ে পরিবহন দপ্তরের সামনে গেলে সেখানে অভ্যন্তরীণ বিষয় নিয়ে নিজেরদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে এ ঘটনার জেরে সোহরাওয়ার্দী হলে থাকা বিজয় গ্রুপের কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে উত্তেজনা সংঘর্ষে রূপ নেয়ার আগে পুলিশ ও প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস বলেন, আমাদের জুনিয়র কর্মীদের মধ্যে ঝামেলা হইছিল। এগুলা ওদের বন্ধুবান্ধবদের মধ্যে ঝামেলা। বিষয়টি সমাধান করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, বিজয়ের ছেলেরা নিজেদের মধ্যে ঝামেলা করছিল। আমরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছি। ক্যাম্পাস শান্ত আছে।

আরও পড়ুন:
চবি ছাত্রলীগের সংঘর্ষ— হল তল্লাশি করে দেশীয় অস্ত্রের সাথে মিলল বোতলও
চবি ছাত্রলীগের দু’গ্রুপ মুখোমুখি, ক্যাম্পাসে উত্তেজনা
চবিতে আবারও সংঘাতে জড়ালো ছাত্রলীগ

মন্তব্য নেওয়া বন্ধ।