চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের কমিটি পুনর্গঠনের দাবিতে ডাকা বিশ্ববিদ্যালয় অবরোধ কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে আন্দোলনকারীরা।
সোমবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত বারোটার দিকে অবরোধ স্থগিত ঘোষণা করে তারা।
এ বিষয়ে আন্দোলনরত আরএস গ্রুপের নেতা ও শাখা ছাত্রলীগের সহসভাপতি রকিবুল হাসান দিনার বলেন, ‘আমাদের নেতা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ আ জ ম নাছির উদ্দীন ভাইয়ের সাথে আমাদের কথা হয়েছে। তাঁর নির্দেশে আমাদের চলা অবরোধ কর্মসূচি সাময়িক স্থগিত করা হয়েছে।’
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়গামী সকল বাস-শাটল ও ক্লাস-পরীক্ষা স্বাভাবিক শিডিউলে চলছে বলে জানিয়েছেন প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া।
প্রসঙ্গত, সোমবার সকাল ৬ টা থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক ও ২ নাম্বার ফটক আটকে দিয়ে বিশ্ববিদ্যালয় অবরোধের ডাক দেন ছাত্রলীগের ছয়টি গ্রুপের নেতা-কর্মীরা। গ্রুপগুলো হলো ভিএক্স, কনকর্ড, আরএস, বাংলার মুখ, এপিটাফ ও উল্কা।
এদিন বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে পথচারীদের চলাচলের সুবিধার্তে প্রধান ফটক খোলে দিলেও বাস-শাটল চলাচল বন্ধ ছিল। এছাড়াও অবরোধের ফলে ৯ টি বিভাগের মোট ১১ টি পরীক্ষা স্থগিত করা হয়েছিল বলে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সূত্রে জানা গেছে।
মন্তব্য নেওয়া বন্ধ।