চবি ছাত্রলীগের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে। তিনি তাঁর বক্তব্যে বলেন, “ছাত্রলীগ যে একটি সুশৃঙ্খল সংগঠন তা আজকের এই বিশাল আয়োজনের মাধ্যমে প্রমাণিত। পবিত্র রমজানে যারা রোজা রেখে আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত হয়েছেন তাদের সকলের মনোবাসনা যেন বিধাতা পুরণ করেন।”
এছাড়াও মাহফিলে উপস্থিত সকল শ্রেণি-পেশার মানুষের কল্যাণের জন্য স্রষ্টার কাছে প্রার্থনা করেন তিনি।

শাখা ছাত্রলীগের সাবেক উপ-বিজ্ঞাপন বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান দিনার ও ছাত্রলীগ নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয়ের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান, ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহিদুল ইসলাম, সমাজবিজ্ঞান অনুষদের সদ্য নির্বাচিত ডিন অধ্যাপক ড. সিরাজ উদ দৌল্লাহ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সেলিনা আখতার, চবি শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল, সাবেক পাঠাগার সম্পাদকক আবু বকর তোহা। ইফতার মাহফিলে শাখা ছাত্রলীগের অন্যান্য সাবেক ও বর্তমান নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক ড. শহিদুল হক।

মন্তব্য নেওয়া বন্ধ।