চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই নেতার ওপর হামলার ঘটনায় অভিযুক্ত অভিযুক্ত মো. হানিফকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
বুধবার (১ জুন) বেলা সাড়ে ১২টার দিকে তাকে হেফাজতে নেয় হাটহাজারী থানা পুলিশ।
হানিফ ফতেপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সদস্য। তার বিরুদ্ধে ১০টা মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, অভিযুক্ত হানিফকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। যাচাই-বাছাই করে আটক নাকি গ্রেপ্তার তা কিছুক্ষণ পর বলা যাবে।
এর আগে মঙ্গলবার (৩১ মে) দিবাগত রাতে ছাত্রলীগের উপগ্রুপ ভিএক্স গ্রুপের দুই নেতা মারধরের শিকার হন। এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে অবরোধের ডাক দেয় ভিএক্স গ্রুপের নেতাকর্মীরা। এসময় তারা শাটল ট্রেন আটকে দেয়। যার ফলে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে ক্লাস পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।
মন্তব্য নেওয়া বন্ধ।