চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফটিকছড়ি উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ফটিকছড়ি স্টুডেন্ট’স এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি তৌহিদুল আলম ও আনিকা ইবনাত সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
২৬ জুন (সোমবার) ফটিকছড়ি উপজেলা সদরে সংগঠনের কার্যনির্বাহী পরিষদ ২০২১-২২ এর সর্বসম্মতিতে সাবেক সভাপতি দাউদুল করিম সিকদার ও সাধারণ সম্পাদক তৌহিদুল আলম স্বাক্ষরিত ৩৩ সদস্য বিশিষ্ট ২০২৩-২৪ সালের জন্য পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্যরা হলেন—
সহ সভাপতি
মোহাম্মদ আরিফ উল্লাহ, এস. এম.মিরাজ, নাহিদ কামিল ছিদ্দিকী।
যুগ্ম সাধারণ সম্পাদক
রায়হান মোনতাসির আসিফ, রেশমিন আক্তার ও জান্নাতুল নাইমা নাঈম।
সাংগঠনিক সম্পাদক আরফাতুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মুহাইমিন। অর্থ সম্পাদক রিয়া বড়ুয়া, সহ-অর্থ সম্পাদক এস. এম ইব্রাহিম খলিল সাব্বির। দপ্তর সম্পাদক মোহাম্মদ সাকিব, উপ-দপ্তর সম্পাদক ইমন বড়ুয়া। প্রচার সম্পাদক সাব্বির হোসেন, উপ-প্রচার সম্পাদক মোহাম্মদ ইয়াছিন।
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আরমান হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক জান্নাত আরা সুক্তা, সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক মিথুয়া দাশ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো: জালাল উদ্দীন সামি, সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক আবিদা ইসলাম দীবা, ক্রীড়া সম্পাদক মোবারক হোসেন, সহ-ক্রীড়া সম্পাদক মিনহাজ উদ্দিন ,ছাত্রী বিষয়ক সম্পাদক অন্তি বড়ুয়া টিনা, সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক অর্পিতা ভট্টাচার্য্য।
কার্যকরী সদস্য মো: মাসুদ, মুহাম্মদ জুনাইদ উদ্দীন, সায়রা রহমান, ছামিরা, কাশপিয়াতুল পাশা ঐশি, মোহাম্মদ জয়নাল আবেদীন জনি, মোহাম্মদ আল মোস্তফা ও সৈয়দ মিনহাজ মনোনিত হয়।
প্রসঙ্গত, ২০০৯ সালে প্রতিষ্ঠিত হওয়া ফটিকছড়ি স্টুডেন্ট’স এসোসিয়েশন বৃহত্তর ফটিকছড়ি উপজেলার শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত একটি ছাত্র সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকে সামাজিক, সাংস্কৃতিক ও চবিতে ভর্তিচ্ছুদের জন্য সেবামূলক কাজ করে যাচ্ছে সংগঠনটি।
মন্তব্য নেওয়া বন্ধ।