চবি ভর্তি পরীক্ষায় রাজনৈতিক সংগঠনগুলোর যত উদ্যোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চলমান ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বেশ কিছু কর্মকাণ্ড হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো। এর মধ্যে রয়েছে—ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ, গণতান্ত্রিক ছাত্র সংসদ, ইসলামী ছাত্র মজলিশ, ইসলামী ছাত্র আন্দোলন ও ছাত্র ইউনিয়নের মতো সংগঠনগুলো।

শনিবার (৮ মার্চ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর আগে গত ১ মার্চ বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বাইক সার্ভিস কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চবি শাখার নেতাকর্মীরা। এদিন অন্তত ২০ বি বাইক নিয়ে তারা এ কর্মসূচি পালন করেন তারা। যেসব শিক্ষার্থী বিভিন্ন কারণে পরীক্ষা কেন্দ্রে পৌছাতে দেরি করে ফেলেছেন তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বাইক যোগে তারা পরীক্ষার কেন্দ্রে পৌছে দিয়েছেন। এসময় তারা শিক্ষার্থীদের নিকট শিক্ষা উপকরণও বিতরণ করেন। পাশাপাশি ক্যাম্পাসের অভ্যন্তরে গাড়িভাড়া মনিটরিংয়ের কাজও পরিচালনা করেছে সংগঠনটির নেতাকর্মীরা।

বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে অভিভাবক প্যাভিলিয়ন করেছে  বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চবি শাখা। এ জায়গায় তারা বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের জন্য চেয়ারের ব্যবস্থা করেছে৷ পাশাপাশি বুদ্ধিজীবী চত্বরে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক করা অভিভাবক প্যাভিলিয়নের পাশেই নিজেরা আরেকটি প্যাভিলিয়ন স্থাপন করেছে সংগঠনটি। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপিত বুথে ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রাথমিক সেবা দিতে দেখা গেছে সংগঠনটিকে।

বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরের সামনে হেল্প ডেস্ক স্থাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিশ, চবি শাখা। এসময় তারা ভর্তি পরীক্ষার্থীদের কলম ও চাবির রিং বিতরণ করেন। এছাড়াও অমুসলিম ও অসুস্থ শিক্ষার্থী অভিভাবকদের জন্য পানি বিতরণ করতে দেখা গেছে এ সংগঠনটিকে।

একই জায়গায় বুথ স্থাপন করে প্রাথমিক চিকিৎসা সেবার ব্যবস্থা করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। পাশাপাশি শিক্ষার্থীদের কলম, মাস্ক বিতরণ ও দেরিতে আসা শিক্ষার্থীদের হলে পৌছে দেয়ার জন্য বাইক সার্ভিসের ব্যবস্থা করেছে সংগঠনটি।

একই জায়গায় হেল্প ডেস্ক স্থাপন পরে পরীক্ষায় আগত অভিভাবক এবং পরীক্ষার্থীদের সহায়তা প্রদান করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চবি সংসদ। 

বিশ্ববিদ্যালয়ের কাটা পাহাড় সড়কে যাত্রী ছাউনিতে হেল্প ডেস্ক স্থাপন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, চবি শাখা। এসময় তারা মাস্ক, কল্ম, টিস্যু ইত্যাদির পাশাপাশি রমজানের ক্যালেন্ডার ও স্টিকার বিতরণ করেছে। 

বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে বুথ স্থাপন করে নিজেদের কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, চবি শাখা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কর্মসূচি পালন করেছে তারা। এসময় তারা, পানি, কলম, মাস্ক ইত্যাদি বিতরণ করেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রায় প্রতিটি রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদেরকেই ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের পথনির্দেশসহ নানা দিকনির্দেশনা দিতে দেখা গেছে। 

রাজনৈতিক সংগঠনগুলোর পাশাপাশি সামাজিক ও সাংসস্কৃতিক ও আঞ্চলিক বিভিন্ন সংগঠনও সেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করেছে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে। 

রাজনৈতিক সংগঠনগুলোর এ ধরণের কর্মকাণ্ডে খুশি বিভিন্ন জায়গা থেকে আগত অভিভাবকরাও। কক্সবাজার থেকে নিজের মেয়েকে নিয়ে এসেছেন মোহাম্মদ নাসির উদ্দিন। তিনি বলেন, 

ক্যাম্পাসে এসে আমরা অনেক রাজনৈতিক দলের কর্মকান্ড দেখেছি। সংগঠনগুলো নিজ নিজ জায়গা থেকে শিক্ষার্থী আর অভিভাবকদের সহযোগিতায় এগিয়ে আসছে। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমরা এ ধরণের ইতিবাচক কর্মকাণ্ডই সবসময় আশা করি।

নোয়াখালী থেকে আগত নুরুদ্দিন খন্দকার বলেন, আমি আমার ছেলেকে নিয়ে এসেছি। আমরা পেপার পত্রিকায় সবসময় রাজনৈতিক অস্থিরতা, মারামারি আর হানাহানির খবর দেখি। এখানে এসে সুন্দর একটি চিত্র দেখতে পেলাম। রাজনৈতিক সংগঠনগুলোকে মারামারি, হানাহানিতে লিপ্ত না হয়ে এ ধরণের ইতিবাচক কাজেই তাদেরকে সবচাইতে বেশি মানায়।

প্রসঙ্গত, আগামী ২২ মার্চ ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে বি-১ উপ-ইউনিটের পরীক্ষা ১০ মার্চ, বি-২ উপ-ইউনিটের পরীক্ষা ১১ মার্চ ও ডি-১ উপ-ইউনিটের পরীক্ষা ২৪ মার্চ অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়াও এবারের চবি ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হচ্ছে।

মন্তব্য নেওয়া বন্ধ।