চবি শাটলে কাটা পড়ে কলেজছাত্রের মৃত্যু 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে কাটা পড়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের  হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

বুধবার (৫ জুন) সকাল ৮টায় নগরীর বটতলী থেকে থেকে ছেড়ে আসা ট্রেনটি  ২ নম্বর গেইট এলাকায় পৌঁছলে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত কলেজছাত্রের নাম মো. ইরফান (১৯)। ইরফান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম জানান, নিহত ওই কলেজছাত্র ফোনে কথা বলতে বলতে রেললাইনে উপর উঠে যান। এসময় ট্রেন চলে আসায় সে আর সরে যেতে পারেনি। তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) মর্গে রয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় আইনানুযায়ী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হবে ।

ষোলশহর স্টেশন মাস্টার জয়নাল আবেদীন বলেন, শহর থেকে ছেড়ে আসা বিশ্ববিদ্যালয়মুখী ট্রেনটি ২ নং গেইটের এখানে পৌঁছালে লাইনের উপরে থাকা ইরফান চাপা পড়ে। তাকে উদ্ধার করে চমেকে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। ঘটনার পর কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ ছিলো। তবে এখন ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

মন্তব্য নেওয়া বন্ধ।