চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের ধাক্কায় রাজিয়া বেগম (৬৮) নামের এক নারী এবং মো. সাহিল (৮) নামে এক শিশু মারা গেছেন। শিশু সাহিল সম্পর্কে রাজিয়া বেগমের নাতি।
রোববার (২৫ জুন) বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নগরীর বটতলী স্টেশন হতে বিকেল সাড়ে ৩টায় ছেড়ে আসা বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন অক্সিজেন ক্রস করার সময় ভুক্তভোগী দুজনকে ধাক্কা দেন। পরে পথচারীরা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ট্রেনে কাটা পড়া দুই জনকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের স্বজনরা জানিয়েছেন তারা দুইজন সম্পর্কে নানী-নাতি। মরদেহ স্বজনদের হাতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মন্তব্য নেওয়া বন্ধ।