চবি শিক্ষার্থীকে মারধরে অটোরিক্সা চালক, ফটক অবরোধ

ফের সিএনজি চালিত অটোরিক্সা চালকের হাতে মারধরের শিকার হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী । এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করে রেখেছে শাখা ছাত্রলীগের উপগ্রুপ সিএফসির নেতাকর্মীরা। দায়িত্বরত গার্ডদের চেয়ার নিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেলে রেল ক্রসিং এলাকায় বাইকের সাথে সিএনজির ধাক্কা লাগাকে কেন্দ্র করে মারধরের শিকার হন ওই ছাত্র। মারধরের শিকার ওই ছাত্রের নাম আরফাত হোসেন। তিনি সমাজতত্ব বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র এবং শাখা ছাত্রলীগের উপগ্রুপ সিএফসির কর্মী বলে জানা যায়।

জানা গেছে, বিশ্ববিদ্যালয় থেকে বাইক নিয়ে এক নাম্বার গেইটের দিকে যাচ্ছিলেন আরফাত। পথিমধ্যে রেল ক্রসিং এলাকায় বাইকের সাথে সিএনজির সামান্য ধাক্কা লাগে। এ নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে আশপাশ থেকে আরো কয়েকজন সিএনজিওয়ালা ও স্থানীয় লোকজন একসাথে আরফাতের উপর হামলা করে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. শহিদুল ইসলাম বলেন, আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি। এসব ঘটনায় রেল ক্রসিং এলাকায় পুলিশ পাঠিয়েছেন বলে জানিয়েছেন প্রশাসন।

শেষ খবর পাওয়া পর্যন্ত এক নাম্বার গেইট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।