চবি শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে দন্দ্ব নিরসনে সিদ্ধান্ত রোববার

সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থী ও সিএনজি চালক ও স্থানীয়দের মধ্যে ঘটে যাওয়া সংঘাতের ঘটনাসমূহের সমাধানের ব্যাপারে আগামীকাল রোববার সিদ্ধান্ত নেয়া হবে।

শনিবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের চাকসু কেন্দ্রে এক সভা শেষে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. শহিদুল ইসলাম।
তিনি বলেন, আমরা হাটহাজারী থানা প্রশাসন ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারগণসহ সিএনজি মালিক ও চালকদের নিয়ে আগামীকাল বসব। আগামীকাল যাবতীয় সিদ্ধান্ত নেয়া হবে।

জানা গেছে, রোববার স্থানীয় সকল সিএনজি মালিক ও চালকদের তাদের নিজ নিজ গাড়ির কাগজপত্র সহ উপস্থিত থাকতে হবে। সকলের উপস্থিতিতে একটি স্থায়ী সমাধানে যাবে কর্তৃপক্ষ। এ লক্ষ্যে যাবতীয় নির্দেশনা যা প্রয়োজন তা সিএনজি চালক ও মালিকদের উদ্দেশ্যে প্রদান করবে হাটহাজারী থানা প্রশাসন। আগামীকালকের সভায় যে সিএনজি মালিক উপস্থিত থাকবে না তার সিএনজি বিশ্ববিদ্যালয়ের এরিয়ায় চলতে দেয়া হবে না।

সভায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, হাটহাজারী থানা প্রশাসন, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ও স্থানীয় সিএনজি মালিক ও চালকেরা উপস্থিত ছিলেন।

মন্তব্য নেওয়া বন্ধ।