চবি সাংবাদিক সমিতির ইফতার মাহফিল ও আলোচনা সভা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সমিতির সাবেক-বর্তমান, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বুধবার (১৩ এপ্রিল) বিকাল ৫টায় নগরীর জিইসি মোড়ে একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে ও চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি মো. শহীদুল হক।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি সাইফুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন।

উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, সাংবাদিক সমিতির ইফতার মানেই একটা মিলনমেলা। সিনিয়র সাংবাদিকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণ দেখে সত্যিই মুগ্ধ হয়েছি। এটাই রমজানের শিক্ষা। আমরা সবাই মিলে চেষ্টা করলে সমাজ, দেশ এবং জাতিকে এগিয়ে নিতে পারবো।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সংবাদপত্র জাতির দর্পণ৷ আপনারা চাইলে সমাজের জন্য বিশাল ভূমিকা রাখতে পারেন।

এ সময় আরো বক্তব্য দেন চবি কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল করিম, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ও আবুল কালাম আজাদ, সহকারী অধ্যাপক মাধব চন্দ্র দাস। এ ছাড়া সমিতির সাবেক নেতৃবৃন্দ, বিভিন্ন মিডিয়ার সিনিয়র সাংবাদিক, শাখা ছাত্রলীগ, ছাত্রদল ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

সভাপতির বক্তব্যে সাইফুল ইসলাম বলেন, ইফতার মাহফিল সাংবাদিক সমিতি প্রতি বছর আয়োজন করে থাকে। এটার মাধ্যমে আমাদের সাবেকদের মাঝে ও ক্যাম্পাসে অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দের সাথে একটা মেলবন্ধন তৈরি হয়। অনুষ্ঠানে আগত সবাইকে ধন্যবাদ জানান তিনি।

বক্তব্য শেষে দোয়া পরিচালনা করেন চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি মো. শহীদুল হক।

মন্তব্য নেওয়া বন্ধ।