চবি ৩৩তম ব্যাচের নেতৃত্বে সুইট—রিজভী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩৩তম ব্যাচের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম শহরের আগ্রাবাদে গ্রিন শ্যাডো রেস্টুরেন্টে ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত হয়। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী একই অনুষ্ঠানে গঠিত কমিটির সভাপতি হন ব্যবস্থাপনা বিভাগের প্রাক্তন ছাত্র খন্দকার বোরহান ইবনে সুইট এবং সাধারণ সম্পাদক হন সমাজতত্ত্ব বিভাগের প্রাক্তন ছাত্র আরিফুল আমিন রিজভী।

২০১৬ সাল থেকে বন্ধুত্বের বন্ধন অটূটে নিয়মিত মিলনমেলাসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে আসছে ব্যাচের বন্ধুরা। ঘোষিত ১৩৫ সদস্যের কমিটির মধ্য দিয়ে প্রাক্তন শিক্ষার্থীদের এই সংগঠনটি কাঠামোবদ্ধ করা হয়েছে। সভায় প্রথমবারের মতো গঠিত কার্যনির্বাহী কমিটিকে সহযোগিতা করার জন্য সকল বন্ধুকে আহবান করা হয়।

কমিটির পক্ষ থেকে জানানো হয়, সুনির্দিষ্ট কিছু লক্ষ্যমাত্রা নিয়ে নবগঠিত কমিটি কাজ করবে। ১৯৯৭-৯৮ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা বন্ধুদের ডেটাবেজ তৈরি, গঠনতন্ত্র প্রণয়ন, নিয়মিত পুনর্মিলনী আয়োজন কমিটির কর্মপরিকল্পনার অন্যতম।

কমিটি গঠনের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৈশভোজের আয়োজন করা হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।