চমেকে বিশ্ব হিমোফিলিয়া দিবস উদযাপন

“সকলের জন্য চিকিৎসা” (অংশীদারিত্ব, নীতি অগ্রগতি) এ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম মেডিকেল কলেজে বিশ্ব হিমোফিলিয়া দিবস উদযাপন কর হয়েছে।

রোববার (১৭ই এপ্রিল) দিবসটি উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রাঙ্গনে র‍্যালি, সাইন্টিফিক সেমিনার, সচেতনতামূলক লিফলেট বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ চট্টগ্রাম শাখা ও হেমাটোলজি বিভাগ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল শিক্ষক সমিতির যৌথ উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।

এতে উপস্থিত ছিলেন, চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান, চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার, চমেকের হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মোহাম্মদ গোলাম রাব্বানী, প্রফেসর সাহেদ আহমদ চৌধুরী, মেডিসিন ও শিশুরোগ বিভাগসহ অন্যান্য বিভাগীয় প্রধানগণ।

হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও চট্টগ্রাম শাখার সভাপতি মো.সাইফুল ইসলাম, সহ-সভাপতি মো. দিদারুল আলম, কোষাধ্যক্ষ মো. মহিউদ্দিন, রোগী, ডাক্তার, নার্স, সাংবাদিকসহ র‍্যালি ও সেমিনারে অংশগ্রহণ করেন।

বক্তাগণ হিমোফিলিয়া রোগীদের জন্য বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা নিশ্চিত করার লক্ষে ডাক্তারদের প্রশিক্ষণ ও বিভাগীয় হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা সহজ করার উপর গুরুত্ব আরোপ করেন।

হিমোফিলিয়া সোসাটির পক্ষে মো. সাইফুল ইসলাম হিমোফিলিয়া রোগীদের চিকিৎসা ও ব্যবস্থাপনায় সরকার, ডাক্তার ও সমাজের বিত্তবান শ্রেণীর সহযোগিতা কামনা করেন।

মন্তব্য নেওয়া বন্ধ।