রাজধানীর ঢামেকে হামলার ঘটনায় উদ্ভুত পরিস্থিতিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত বিজিবি মোতায়েন করা হয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে চিকিৎসকদের মারধর ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা দেয় সারা দেশের চিকিৎসকরা।
এর ধারাবাহিকতায় বৃহত্তর চট্টগ্রামের একমাত্র বিশেষায়িত হাসপাতাল চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরাও কর্মবিরতিতে যান।
ফলে বন্ধ হয়ে যায় হাসপাতালের সব ধরনের সেবা কার্যক্রম। তবে এ কর্মসূচি স্থগিত করে ফের কাজে ফিরেছেন তারা। এরপর তাদের নিরাপত্তায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
মন্তব্য নেওয়া বন্ধ।