চমেক হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধ হাজতীর মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা মো. ইউসুফ (৬০) নামের এক বৃদ্ধ হাজতী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে মারা গেছেন। তিনি কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা সিকদার বাড়ীর মৌলভী নুরুল হকের ছেলে। তার হাজতি নং-৬৫৪৬/২২।

বুধবার (১৭ আগস্ট) দুপুরে ১৪ নং মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কারাগার সূত্রে জানা যায়, মো. ইউসুফ ১২ এপ্রিল পাহাড়তলী থানায় দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং- ০৩) এর ৯(৪)খ ধারার একটি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আসেন। গত ১৭ জুলাই কারাভ্যন্তরে অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসকদের ভাষ্যমতে তিনি রক্ত স্বল্পতাসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মনির হোসেন চট্টগ্রাম খবরকে বলেন, কারাগারের আসার পর থেকে বিভিন্ন সময় তিনি অসুস্থ হয়ে পড়তেন। ১১ জুলাই তার শারীরিক জটিলতা বেড়ে গেলে প্রথমে তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে প্রায় ১ মাস সেখানে চিকিৎসাধীন ছিলেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএইচকে

মন্তব্য নেওয়া বন্ধ।