উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক সমবায় সমিতির (চমেসাস) ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন-২৩ সম্পন্ন হয়েছে।
শনিবার (২৮ অক্টোবর) দিনভর নগরীর নুর আহমদ সড়কস্থ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে মোস্তফা নাঈম সভাপতি ও আব্দুল্লাহ আল মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সকাল থেকে অনুষ্ঠিত নির্বাচনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সহ-সভাপতি পদে রফিকুল ইসলাম সেলিম, কোষাধ্যক্ষ পথে মোঃ মাহবুবুর রহমান এবং সদস্য পদে সাইফুল ইসলাম শিল্পী ও এস এম জাহিদুল হক নির্বাচিত হন।
সমবায় কর্মকর্তা (পাঁচলাইশ) মোঃ শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত চমেসাস নির্বাচন পরিচালনা করেন সমবায় কর্মকর্তা ও সমিতির সদস্য মোহাম্মদ সুলাইমান ও পার্থ কান্তি বিশ্বাস।
মন্তব্য নেওয়া বন্ধ।