চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী সেলিম হককে পরাজিত করে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বর্তমান চেয়ারম্যান হাজী ছাবের আহমদ। হাজী ছাবের টানা তিনবার চেয়ারম্যান পদে বিজয়ী হলেন।
বুধবার (১৫ জুন) সকাল থেকে ৯টি ওয়ার্ডের ৯টি ভোট কেন্দ্রে ইভিএমে সুষ্ঠ ও সুশৃঙ্খলভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে দেখা যায় বিজয়ী ছাবের আহম্মদ পেয়েছেন ৭ হাজার ৯০৯ ভোট, আওয়ামী লীগের সেলিম হক পেয়েছেন ৬ হাজার ১৭৩ ভোট। এছাড়াও চশমা প্রতীকে নির্বাচনে অংশ নেওয়া মনির আহমেদ মার্শাল পেয়েছেন ১২৮ ভোট।
কর্ণফুলী উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুর শুক্কুর বলেন, চরপাথরঘাটা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী প্রার্থী হাজি ছাবের আহমদ পেয়েছেন ৭ হাজার ৯০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিম হক পেয়েছেন ৬ হাজার ১৭৩ ভোট।
১ হাজার ৭৩৬ ভোট বেশি পেয়ে হাজী ছাবের আহমদ বেসরকারিভাবে চেয়ারমান নির্বাচিত হয়েছেন।
মন্তব্য নেওয়া বন্ধ।