সিলেট—কোম্পানীগঞ্জের বঙ্গবন্ধু মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জের দিকে যাচ্ছিল, ধারণা করা হচ্ছে যাত্রীরা পর্যটক ছিলেন। সিএনজি অটোরিকশাটি যাত্রী নিয়ে সিলেট শহরের উদ্দেশ্যে আসছিল। অটোরিকশার পাঁচ যাত্রীই নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ৯টার দিকে গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের সুন্দ্রাগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায়।
সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার (পরিদর্শক) শ্যামল বণিক বলেন, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জের দিকে যাচ্ছিল এবং সিএনজি অটোরিকশাটি যাত্রী নিয়ে সিলেট শহরের উদ্দেশ্যে আসছিল। ঘটনাস্থলে আসামাত্র মুখোমুখি সংঘর্ষে গাড়ি দুটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে নারীসহ ৬ জন নিহত হন। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গোয়াইনঘাট উপজেলার সুন্দ্রগাও এলাকাধীন পিয়াইনগুল কলিমউল্লাহ উচ্চ বিদ্যালয়ের উত্তরে সিলেট—ভোলাগঞ্জ মহাসড়কে ভোলাগঞ্জগামী মাইক্রোবাসের সামনের ডানপাশের চাকা ফেটে রাস্তার অপরদিকের সিলেটগামী সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে খালে পড়ে যায় মাইক্রোবাস ও সিএনজি। ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয় এবং মেডিকেলে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়েছে।
মন্তব্য নেওয়া বন্ধ।