চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আহত হয়েছেন।
বুধবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে বিকেল চারটায় ছেড়ে যাওয়া শাটল ট্রেনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত শিক্ষার্থীর নাম জাহিদ হোসেন সাগর। তিনি পদার্থবিদ্যা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র।
জাহিদ জানান, চারটার ট্রেন অক্সিজেন এলাকা ক্রস করলে রেললাইনের পাশে দাঁড়িয়ে থাকা কিছু ছেলেপেলে একসাথে অনেকগুলো পাথর নিক্ষেপ করে। ওদের বয়স ১০-১১ বছরের মধ্যে হবে। আমি জানালার পাশে থাকায় মাঝারি সাইজের একটি পাথর আমার দুই চোখের মাঝখানে আঘাত করে। ওই জায়গা ফেটে গিয়ে রক্ত বের হয়। আমার পাশে থাকা একজনের থুতনিতেও আঘাত লাগে তবে তার আঘাতের মাত্রা কম। আমি শাটল থেকে নেমে চিকিৎসা নেব।
প্রত্যক্ষদর্শী চবির মার্কেটিং বিভাগের ১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আরফাত উদ্দিন মামুন বলেন, আমরা ট্রেনে বসে ছিলাম হঠাৎ করে ৪-৫ জন ছেলে ট্রেনের দিকে পাথর ছু্ঁড়ে মারে। এতে একজনের মাথায় আঘাত লাগে।
তিনি বলেনে, আগেও ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা অনেকবার ঘটেছে। এটি খুবই দু:খজনক। পাথর নিক্ষেপ বন্ধ করা না গেলে শাটল অনিরাপদ হয়ে উঠবে। তাই এর বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. শহিদুল ইসলাম বলেন, আমরা খোঁজ নিচ্ছি। এ বিষয়ে আমরা পুলিশের সাথে কথা বলব।