চলে গেলেন খ্যাতিমান কীটতত্ত্ববিদ বদরুল আমিন ভুঁইয়া

0

বাংলাদেশের খ্যাতিমান কীটতত্ত্ববিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর ড. বদরুল আমিন ভূঁইয়া মারা গেছেন। তিনি বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির ফেলো এবং আজীবন সদস্য ছিলেন।

সোমবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া একটায় চট্টগ্রাম নগরীর মেট্রোপলিটন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরিয়া। তিনি বলেন, ড. ভূঁইয়া দেশের প্রাণিবিদ্যায় শিক্ষা প্রসারে ব্যাপক ভূমিকা রেখেছিলেন, আমরা তাঁকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি।

তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এবং পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেদনা জানাই তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm