চসিকের বহরে ‘রোড মেনটেইন্যান্স ট্রাক’ বৃষ্টিতেও চলবে সড়ক সংস্কার

চট্টগ্রাম সিটি করপোরেশনের বহরে যুক্ত হলো অত্যাধুনিক ‘রোড মেনটেইন্যান্স ট্রাক’। প্রায় ১২ কোটি টাকার চারটি আধুনিক ট্রাক চসিকের বহরে যুক্ত হওয়ায় সড়ক মেরামত কার্যক্রম পাবে নতুন গতি। পুরাতন সিস্টেমের প্যাচওয়ার্কের (অ্যাসফল্ট প্ল্যান্টে তৈরি মিক্সার) ঝামেলা ছাড়াই বর্ষা মৌসুমেও সড়ক সংস্কার কাজ চালাতে কোনো অসুবিধা হবে না।

রোববার (২৬ ডিসেম্বর) সিআরবি এলাকায় আধুনিক মেনটেইন্যান্স ট্রাক দিয়ে সড়কের সংস্কার কাজের উদ্বোধন করেন চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

এ সময় মেয়র বলেন, বিশ্বের উন্নত দেশগুলোতে আধুনিক প্রযুক্তিসম্পন্ন ট্রাকগুলো জনপ্রিয়। সড়ক সংস্কারে আধুনিক প্রযুক্তির রোড মেনটেইন্যান্স ট্রাক ব্যবহারের ফলে সময় ও অর্থ দুটোরই সাশ্রয় হবে। বাংলাদেশে চসিকই প্রথম রোড মেনটেইন্যান্স ট্রাকগুলো সংগ্রহ করেছে। সড়কে গর্ত বা ফাটল দেখা দিলে এই ট্রাকের মাধ্যমে তাৎক্ষণিক মেরামত করা যাবে। এতে সড়ককের গর্ত বা ফাটল বড় হওয়া থেকে রক্ষা করা যাবে। বর্ষা মৌসুমেও সড়ক মেরামতে কোনো ধরনের অসুবিধা হবে না।

বাংলাদেশে প্রথমবারের মতো আনা আধুনিক প্রযুক্তির এ ট্রাক চালানোর জন্য ৪ চালককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রতি গাড়িতে দুইজন করে মোট ৮ জন অপারেটর থাকবে। চালক ছাড়াও গাড়ি রক্ষণাবেক্ষণে প্রশিক্ষণ নিয়েছেন চসিকের বেশ কয়েকজন প্রকৌশলী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) সুদীপ বসাক, নির্বাহী প্রকৌশলী বিপ্লব দাশসহ বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ।

মন্তব্য নেওয়া বন্ধ।