নিজেকে আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তিকে চাকরি পাইয়ে দেয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া প্রতারক আব্দুল ছালাম হাওলাদারকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব-০৭।
গ্রেপ্তার ছালাম হাওলাদার ঝালকাঠির রাজাপুর থানার পূর্ব ফুলোহার এলাকার মৃত আব্দুল সাত্তারের ছেলে।
শুক্রবার (৭ জুলাই) সকালে বিষয়টি চট্টগ্রাম খবরকে নিশ্চিত করেন র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।
তিনি বলেন, প্রতারক ছালাম হাওলাদার কাউকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রটোকল অফিসার, কাউকে ইউএস বাংলা এয়ারলাইন্সের প্রটোকল অফিসার আবার কম যোগ্যতা থাকায় একজনকে চতুর্থ শ্রেণির কর্মচারী পদে চাকরি দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিয়েছে।
তিনি আরও বলেন, প্রতারণার শিকার ব্যক্তিরা যাবতীয় তথ্য প্রামাণসহ র্যাব-৭ বরাবর একটি আবেদন করেন। আমরা তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়ে ছালাম হাওলাদারকে গ্রেপ্তার করি। গ্রেপ্তারের পর সবার সামনে তার প্রতারণার বিষয়টি সে স্বীকার করেছে।
জানা গেছে ছালাম হাওলাদারের আপন বড় ভাই একটি গার্মেন্টসে স্যাম্পল মেকার পদে কর্মরত আছেন। তার ভাইয়ের সঙ্গে পরিচয় সূত্রে প্রতারণার স্বীকার ব্যক্তিদের সঙ্গে সখ্যতা গড়ে প্রতারণার জাল পাতে। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য নেওয়া বন্ধ।