চাকরি না পেয়ে চবির প্রক্টর অফিসে তালা, তদন্ত কমিটি

বিশ্ববিদ্যালয়ে চাকরি না পেয়ে প্রক্টর অফিসেই তালা দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কিছু শিক্ষার্থী। এ ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শুক্রবার (২ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজীম শিকদার। গত বৃহস্পতিবার (১ জুন) বিকেলে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কে বা কারা জড়িত তদন্তের আগে তা বলতে রাজি হননি তিনি।

তদন্ত কমিটিতে এতে আহ্বায়ক হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের জাদুঘর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ বশির আহাম্মদ, সদস্য হিসেবে আছেন প্রীতিলতা হলের প্রভোস্ট আব্দুল্লাহ আল মামুন এবং বিশ্ববিদ্যালয়ের গোপনীয় শাখার ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ ফজলুল করিমকে সদস্য সচিব হিসেবে রাখা হয়েছে।

চবি প্রক্টর বলেন, আমাদের কাছে শিক্ষার্থীরা প্রায় চাকরির দাবি নিয়ে আসেন৷ বিভিন্ন জায়গা থেকে সুপারিশও করা হয়, চাকরি দেয়ার জন্য। কিন্তু আমরা তো তা করতে পারিনা। চাকরি দেয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট কিছু নিয়ম আছে। নিয়মের বাইরে গিয়ে তো কাউকে চাকরি দেয়া যায়না।

তিনি আরও বলেন, যারা এ কাজ করেছে আমরা তাদের চিহ্নিত করার চেষ্টা করছি। তাদের বিরুদ্ধে আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।

মন্তব্য নেওয়া বন্ধ।