চাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম শেষ হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত চলবে জমা। এর আগে ছাত্রদলের আবেদনের প্রেক্ষিতে চাকসুর নির্বাচন কমিশন, মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
বুধবার সকালে চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ ও জমার জন্য দুইদিনের সময় বৃদ্ধির আবেদন করে ছাত্রদলের নেতাকর্মীরা। পরে নির্বাচন কমিশন একদিন সময় বাড়ায়।
কেন্দ্রীয় সংসদের ২৬টি পদের বিপরীতে গত তিনদিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৪৮৮ জন। আর ১৪টি হল ও একটি হোস্টেলের ২০৬টি পদের বিপরীতে মনোনয়নপত্র সংগ্রহ করেন ৬০০ জন।
তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার মনোনয়ন যাচাই বাছাই শেষে আগামী রোববার প্রথামিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ২৫ সেপ্টেম্বর। প্রায় তিন যুগ পর হতে যাওয়া নির্বাচন ঘিরে উৎসবমুখর ক্যাম্পাস। আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচনের ভোটগ্রহণ
চাকসু নির্বাচনের একজন প্রার্থী বলেন, ‘নির্বাচনের মাধ্যমে আমি যাতে নির্বাচিত হই এবং আমি আমার শিক্ষার্থী তথা আমার প্রতিবেশীদের সাথে এই ব্যাপারে একটা জবাবদিহীতা এবং স্বচ্ছতার জায়গা রাখতে পারি।’
আরেক প্রার্থী বলেন, ‘প্রক্রিয়াটা অনেক বেশি এনালগ এবং আমাদের বর্তমান যে যুগ সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। আমরা টাকা জমা দিয়েছি অগ্রণী ব্যাংকের দুতলায়। চাইলেই জিনিসটাকে (টাকা জমাদানের প্রক্রিয়া) ডিজিটালাইজড করা যেত।’
এ বিষয়ে চাকসু প্রধান নির্বাচন কমিশনার ড. মনির উদ্দীন বলেন, ‘শিক্ষার্থীদের মধ্য থেকে একটা আবেদন করা হয়েছে। এই আবেদন আমরা বিবেচনা করে আজ বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন বিতরণের সময় বর্ধিত করেছি। আজ বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার যে শেষদিন ছিল, সেটা বৃদ্ধ করে আগামীদিন বৃহস্পতিবার বিকেল পর্যন্ত বাড়িয়েছি।’



মন্তব্য নেওয়া বন্ধ।