চাটখিলে নির্বাচন কমিশনকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

দ্বাদশ সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে নোয়াখালীর চাটখিল উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ। বুধবার (১৫ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাটখিল-সোনাইমুড়ি আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী আলহাজ মো. জাহাঙ্গীর আলমের নির্দেশনায় এই মিছিল ও পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান খান বাবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ পাটোয়ারী, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আহসান হাবিব সমীর, বিআরডিবির চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান প্রমুখ।

চাটখিলে নির্বাচন কমিশনকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল 1

এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান বাবর, সাবেক ছাত্রনেতা দিদারুল আলম, জেলা যুবলীগের সদস্য রিয়াজ খান, যুবলীগ নেতা নজরুল দেওয়ান, লোকমান হোসেন পুতুল, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, চেয়ারম্যান, পৌরসভার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, কাউন্সিলরবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মন্তব্য নেওয়া বন্ধ।