চান্দগাঁওয়ে উচ্ছেদ অভিযান, ২ কোটি টাকার সরকারি জমি উদ্ধার

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও ও চন্দ্রিমা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বসবাসকারী ৪ পরিবারকে উচ্ছেদ করে ৬ শতক সরকারি জমি উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালত। উদ্ধারকৃত জমির আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা চট্টগ্রাম নগর পুলিশ ও চান্দগাঁও থানা পুলিশের সহযোগিতায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, জালাল কন্টাকটর নামে এক ব্যক্তি সরকারি জায়গায় টিনশেড ঘর নির্মাণ করে শ্রমজীবী ৪ টি পরিবারকে ভাড়া দেয়। জায়গাটা খালী করে দেয়ার জন্য তাকে বারবার নোটিশ দেওয়া হলেও সে কোন সাড়া দেয়নি। তাই সরকারি জমি উদ্ধারে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনাক্রমে সেখানে উচ্ছেদ অভিযান চালিয়ে ৬ শতক জমি উদ্ধার করা হয়।

সরকারি জায়গা অবৈধভাবে দখলে রাখায় জালাল কন্টাকটরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান মো. মাসুদ রানা।

মন্তব্য নেওয়া বন্ধ।