চান্দগাঁও আওয়ামী লীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) চান্দগাঁওস্থ স্বাধীনতা কমপ্লেক্স চত্তরে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক নুর মোহাম্মদ নুরু। ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এডভোকেট মো. আইযুব খাঁনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ‍উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্বা মাহতাব উদ্দীন চৌধুরী এবং প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শফর আলী, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সন্পাদক নোমান আর মাহমুদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নগর আওয়ামীলীগ নেতা মো. ঈছা, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর মো. সাইফুদ্দিন খালেদ সাইফু, মোহরা ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দীন, আওয়ামী লীগের নেতা ফৌজুল আজিম, শওকত আলী, মহানগর সেচ্ছা সেবক লীগ সহসভাপতি মিনহাজুল আবেদীন সায়েম প্রমুখ।

এমএফ

মন্তব্য নেওয়া বন্ধ।